Advertisements
আর্কিমিডিসের নীতিটি বিবৃত করো।
Ans-
» কোনো কঠিন পদার্থের বস্তুকে কোনো স্থির প্রবাহী পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে, যদি উভয়ের মধ্যে রাসায়নিক ক্রিয়া সংঘটিত না হয়, তবে বস্তুটির ওজনের আপাত হ্রাস হয় এবং ওই ওজন হ্রাসের পরিমাণ বস্তুটি কর্তৃক অপসারিত প্রবাহী পদার্থের ওজনের সমান হয়। এটিই আর্কিমিডিসের নীতি।

0 Comments