Advertisements
প্রোটোজোয়া
Ans:
এককোষী, আণুবীক্ষণিক, সুস্পষ্ট নিউক্লিয়াসযুক্ত প্রাণীকে প্রোটোজোয়া বলে। Bajantidium coll (ব্যালাস্টিডিয়াম কোলাই) এবং Trichonympha sp (ট্রাইকোনিম্ফ)—এই দুই ধরনের প্রোটোজোয়া বিভিন্ন প্রাণীর পৌষ্টিক নালীতে বসবাস করে সেই সব প্রাণীর বিভিন্ন উপকার সাধন করে। এছাড়া, বহু অপকারী প্রোটোজোয়া, যেমন— Entamoeba histolytica (এন্টামিবা হিস্টোলিটিকা), Plasmodium vivax (প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স) প্রভৃতি মানবদেহে ও অন্যান্য প্রাণীর দেহে যথাক্রমে আমাশয় ও ম্যালেরিয়া রোগের সৃষ্টি করে।
0 Comments