Advertisements
হিউমাস (বোদ মৃত্তিকা)
Ans:
বিভিন্ন প্রকার জীবাণু দ্বারা মৃত্তিকাস্থিত উদ্ভিদকলা পরিবর্তিত হয়ে যে কালো বা বাদামী বর্ণের জটিল পদার্থের সৃষ্টি করে, তাকে হিউমাস বা বোদ বলে। হিউমাস মৃত্তিকার pH-এর হ্রাস-বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। এটি মৃত্তিকার সচ্ছিদ্রতা বজায় রাখতে এবং জলধারণ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে।
0 Comments