Ad Code

দীন-ই-ইলাহী টীকা




Advertisements

 দীন-ই-ইলাহী

উত্তর : ভারতের ইতিহাসে আকবরের সবচেয়ে কালজয়ী অবদান হল উদার ও বিচক্ষণ ধর্মনীতি। তিনি ভারতে এক জাতীয় রাষ্ট্র গঠনের রূপকার ছিলেন। ১৫৮১ খ্রীঃ আকবর সুফীবাদের দ্বারা প্রভাবিত হয়ে সর্ব ধর্মের সমন্বয়ে তাঁর ধর্মমত 'দীন-ই-ইলাহী' প্রচার করেন। একেশ্বরবাদী এই ধর্ম নিরামিষ ভোজন, দান, সম্রাটের জন্য সম্মান, জীবন, সম্পত্তি ত্যাগের অধিকার প্রভৃতির উপর প্রতিষ্ঠিত ছিল। তিনি সুলতানী শাসকের প্রচলিত হিন্দু বিদ্বেষী নীতির পরিবর্তে সম্প্রীতি ও সহযোগিতার নীতি গ্রহণে সচেষ্ট ছিলেন। দীন-ই-ইলাহীতে কোন আচার অনুষ্ঠান বা কোন পুরোহিত ছিল না। সর্বজনগ্রাহ্য কতকগুলি নীতি নিয়ে এই ধর্ম গঠিত ছিল। যদিও মাত্র ২২ জন এই ধর্মে দীক্ষা নেন, তারমধ্যে বীরবলের নাম উল্লেখযোগ্য। ঐতিহাসিক স্মিথ দীন-ই-ইলাহীকে আকবরের চরম নির্বুদ্ধিতার নিদর্শন বলেছেন।["The Divine Faith (Din-lilahi) was a monument of Akbar's folly") কিন্তু, এই অভিমত সমর্থন যোগ্য নয়, কারণ উদার মনোভাবাপন্ন আকবর এর মাধ্যমে সকল ধর্মের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান (সুল ই-কূল) বজায় রাখতে চেয়েছিলেন। ভারতে মুঘল সাম্রাজ্য সুদৃঢ় করার জন্য এই নীতির উপযোগিতা সন্দেহাতীত।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments