Advertisements
শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা
Ans:
যে মাটিতে প্রচুর জল থাকা সত্ত্বেও খনিজ লবণের পরিমাণ অধিক হওয়ায় সাধারণ উদ্ভিদ জলশোষণে অক্ষম, এই ধরনের মৃত্তিকাকে শারীরবৃত্তীয় শুদ্ধ মৃত্তিকা বলে। সুন্দরবন অঞ্চলে এই জাতীয় মৃত্তিকা পাওয়া যায় এবং এই মাটিতে সুন্দরী, গরান, হেঁতাল ইত্যাদি উদ্ভিদ জন্মায়।
0 Comments