সুলতানা রিজিয়া।
• উত্তর: সুলতানা রিজিয়া মধ্যযুগের ও সুলতানী আমলের ইতিহাসে প্রথম মহিলা। ইলতুৎমিসের পুত্রগণ অযোগ্য বিবেচিত হওয়ায় তিনি নিজেই কন্যা রিজিয়াকে দিল্লীর সুলতান পদে মনোনীত করেন। ১২৩৬ থেকে ১২৪০ পর্যন্ত তিনি ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। সমসাময়িক মুসলমান ঐতিহাসিক ইসামির রচনা থেকে রিজিয়ার রাজত্ব কালের নানা খুঁটিনাটি তথ্য জানা যায়। সিংহাসনে বসার পরেই ক্ষমতাশালী অনেক প্রাদেশিক শাসনকর্তা ও অভিজাত নেতা তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করেন। রিজিয়া অসাধারণ বুদ্ধিমত্তা ও ভেদনীতির মাধ্যমে বিরোধী অভিজাতদের মধ্যে ভাঙন সৃষ্টি করেন এবং নিজ অধিকার সুপ্রতিষ্ঠিত করেন। পূর্বে বাংলা থেকে পশ্চিমে সিন্ধু পর্যন্ত তার আধিপত্য বজায় ছিল। এরপর তিনি সুষ্ঠুভাবে শাসন ব্যবস্থাকে পরিচালনার উদ্দেশ্যে তুর্কি আমীরদের একচেটিয়া ক্ষমতা ছেঁটে ফেলেন এবং অনুগত ও পছন্দের ব্যক্তিদের হাতে ক্ষমতা ভাগ করে দেন। শেষ পর্যন্ত অবশ্য অভিজাত সম্প্রদায়ের ষড়যন্ত্রের হাত থেকে তিনি রেহাই পাননি এবং ক্ষমতাচ্যুত হন। রিজিয়া ছিলেন একজন বিচক্ষণ যোগ্য শাসিকা ৷ অসাধারণ বুদ্ধিমত্তা, ন্যায়পরায়ণতা ছাড়াও তিনি বহু গুণের অধিকারিণী ছিলেন। মিনহাজ মনে করেন, “সুলতান পদ অধিকার করার মত তাঁর সমস্ত যোগ্যতা ছিল।” দুঃখের বিষয়, পরিস্থিতি তাঁর প্রতি সুবিচার করে নি। বস্তুত রিজিয়া ছিলেন সুলতানী যুগের সর্ব প্রথম ও সর্বশেষ শ্রেষ্ঠ নারী শাসিকা।
0 Comments