শশাঙ্ক
উত্তর : গুপ্ত সাম্রাজ্যের পতনের পর ভারতের অন্যান্য অঞ্চলের মত বাংলাদেশেও সাম্রাজ্যবাদী রাষ্ট্রের উদ্ভব হয়। বাংলার গুপ্তবংশীয় রাজাদের দুর্বলতার সুযোগে ৬০৬ খ্রীষ্টাব্দের আগেই শশাঙ্ক গৌড়ে এক স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠা করেন। শশাঙ্কের পূর্ব পরিচয় সম্পর্কে তেমন কিছু জানা যায় না। তবে বিহারের রোটাসগড়ে প্রাপ্ত একটি শিলালেখতে শ্রী মহাসামন্ত শশাঙ্ক কথাটি উৎকীর্ণ রয়েছে। অনুমিত হয় তিনি গুপ্ত সম্রাট মহাসেন গুপ্তের অধীনে এক শক্তিমান সামন্ত রাজা ছিলেন। পরে স্বাধীন হয়ে তিনি রাজ্য বিস্তারে সচেষ্ট হন। তিনি সমগ্র রাঢ় দেশ দখল করেন, এছাড়া কামরূপের অধিপতি ভাস্করবর্মণ তাঁর কাছে পরাজিত হন, এরপর তিনি দক্ষিণে উড়িষ্যার গঞ্জাম জেলা পর্যন্ত ভূখন্ডে আধিপত্য স্থাপন করেন। এইভাবে দীর্ঘব্যাপী বিস্তার-নীতি অনুসরণ করে শশাঙ্ক বাংলায় প্রথম সার্বভৌম রাজ্য স্থাপন করেছিলেন। তাঁর রাজধানী ছিল মুর্শিদাবাদ জেলার কর্ণসুবর্ণে। হিউয়েন-সাঙ-এর বিবরণী অনুসারে শশাঙ্ক ৬৩৭ খ্রীষ্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। হর্ষবর্ধনের মত এক পরাক্রান্ত সম্রাটের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে বাংলা, বিহার ও উড়িষ্যায় নিজের আধিপত্য বজায় রেখে বাংলার ইতিহাসে শশাঙ্ক এক বিশিষ্ট স্থান অধিকার করে আছেন।
0 Comments