Advertisements
খেড়া আন্দোলন:
১৯১৮ খ্রিস্টাব্দে অজন্মার জন্য গুজরাটের খেরা জেলার কৃষকদের অবস্থা শোচনীয় হয়ে পড়ে। কিন্তু সরকারের রাজস্ব বিভাগ কর আদায়ের জন্য চাষীদের উত্তোলন করতে থাকে। তখন বল্লভ ভাই প্যাটেল প্রমুখের সহযোগিতায় গান্ধীজি সত্যাগ্রহ ঘোষণা করেন এবং সরকারের অত্যাচার সত্বেও চাষীদের কোন প্রকার কর না দেওয়ার আহ্বান জানান। আন্দোলনের চাপে শেষ পর্যন্ত সরকার চাষীদের অধিকার ও দাবি আংশিক মেনে নিতে বাধ্য হয়।
0 Comments