Advertisements
দিল্লীতে সুলতানী রাজ্যের প্রতিষ্ঠা কি ভাবে হয়েছিল?
• উত্তর : ১২০৬ খ্রীষ্টাব্দে মহম্মদ ঘোরীর মৃত্যু হলে তাঁর সেনাপতি কুতুবউদ্দিন আইবক ‘মালিক' উপাধি ধারণ করে ভারতে মহম্মদ ঘোরীর বিজিত অঞ্চলের অধিপতি হন। লাহোরে তাঁর রাজ্যাভিষেক অনুষ্ঠিত হয়। তবে তিনি দিল্লীতে রাজধানী স্থাপন করে স্বাধীন সুলতান হিসাবে শাসন শুরু করেন। এরপর ১২০৮ খ্রীষ্টাব্দে গজনীর সিংহাসনের মহম্মদ ঘোরীর উত্তরাধিকারী গিয়াসউদ্দিন মামুদ কুতুবউদ্দিনের 'সুলতান' উপাধি অনুমোদন করার ফলে গজনী ও ঘুর রাজ্যের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক ছেদ পড়ে। এইভাবে কুতুবউদ্দিন আইবক দিল্লীতে সুলতানী রাজ্যের প্রতিষ্ঠা করেন।
0 Comments