Advertisements
দাস বংশের প্রতিষ্ঠাতা কে? দাস বংশ বলা কি সমর্থন যোগ্য?
• উত্তর দিল্লীর প্রথম সুলতান কুতুবউদ্দীন আইবক যে রাজবংশের প্রতিষ্ঠা করেন তা দাস বংশ নামে পরিচিত। আইবক শব্দের অর্থ দাস। এই জন্য কতুবউদ্দীনের প্রতিষ্ঠিত রাজবংশকে দাস বংশ বলা হয়ে থাকে। কুতুবউদ্দিন প্রথম জীবনে মহম্মদ ঘোরীর ক্রীতদাস ছিলেন। এছাড়া তাঁর পরবর্তী দুইজন তুর্কী সুলতান ইলতুৎমিস ও গিয়াসউদ্দীন বলবন প্রথম জীবনে ক্রীতদাস ছিলেন। তথাপি দাস বংশ বলা যুক্তিযুক্ত নয়, কারণ দিল্লীর সুলতানগণ বংশানুক্রমিক রীতি অনুসারে ক্ষমতায় বসেন নি। আবার কুতুবউদ্দীন, ইলতুৎমিস প্রমুখ প্রথম জীবনে দাস হলেও ক্ষমতায় আসীন হওয়ার পূর্বে প্রত্যেকে দাসত্ব থেকে মুক্তি পেয়েছিলেন।
0 Comments