Advertisements
সুভাষচন্দ্র কেন ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন?
উত্তর: 1939 খ্রিস্টাব্দে কংগ্রেসের ত্রিপুরী অধিবেশন সুভাষচন্দ্র বসু গান্ধীজী মনোনীত প্রার্থী অধিক সিতারামাইয়াকে পরাজিত করলে গান্ধিজি মর্মাহত হন। গান্ধীবাদী ও দক্ষিণ পন্থী AICC-র সদস্যরা পদত্যাগ করলে সুভাষ বসুর পক্ষে কাজ চালানো অসুবিধাজনক হয়ে পড়ে। অগত্যা তিনি তার বামপন্থী সমর্থকদের নিয়ে কংগ্রেস ত্যাগ করে ‘ফরোয়ার্ড ব্লক' দল গঠন করেন (১৯৩৯খ্রিঃ)।
0 Comments