Advertisements
দ্বি-জাতিতত্ত্ব কী?
● উত্তর : পূর্ব প্রচলিত ধারনাকে মুসলিম লিগের লাহোর অধিবেশনে ঐতিহাসিক রূপ দেওয়া হয়। এই তত্ত্ব দ্বারা বলাহয়, ভারতে হিন্দু ও মুসলমান পৃথক দুইটি জাতি। তাদের সমস্যা সাম্প্রদায়িক নয় – আন্তর্জাতিক। তাদের ধর্ম, দৃষ্টিভঙ্গী; সাহিত্য, সামাজিক ব্যবস্থা, ভাবগত প্রেরণা, জাতীয় বীর, মহাকাব্য সম্পূর্ণ ভিন্ন। জাতি সম্পর্কিত যে কোনো ব্যাখ্যায় মুসলমানরা একটি জাতি। এজন্য তাদের একটি আলাদা রাষ্ট্র থাকা উচিত।
0 Comments