Advertisements
সুলতানী আমলে বাংলা সাহিত্যের বিকাশ সম্পর্কে সংক্ষেপে লেখ।
• উত্তর: সুলতানী আমলে প্রাদেশিক ভাষাগুলির মধ্যে বাংলা ভাষার বিকাশ সর্বাগ্রে উল্লেখযোগ্য। সুলতানী যুগে বাংলার শাসকদের মধ্যে অনেকেই সাহিত্যানুরাগী ছিলেন। এঁদের মধ্যে ইউসুফশাহ, আসেনশাহ এবং নসরৎশাহ বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতা করেন। 'মনসামঙ্গল' কাব্যের রচয়িতা বিজয়গুপ্ত, শ্রীকৃষ্ণবিজয় কাব্যের রচয়িতা মার বসু (ওপরাজ খাঁ), কবি বিদ্যাপতি, মহাভারতের অনুবাদক কবীন্দ্র পরমেশ্বর, কবি শ্রীকর নন্দী তনুষ কবি ও সাহিত্যকগণ মুসলিম শাসকদের উৎসাহ ও আনুকূল্য লাভ করেন।
0 Comments