Advertisements
জলে আর্সেনিক দূষণের প্রভাব আলোচনা করো।
উত্তর:
» জলে আর্সেনিক দূষণের প্রভাব @ দীর্ঘদিন ধরে শরীরে আর্সেনিক প্রবেশ করলে ত্বক খসখসে ও অনুজ্জ্বল হয়ে পড়ে। হাতের তালু ও পায়ের পাতায় কালচে দাগ পড়ে। একে ব্ল্যাক ফুট ডিজিজ
(black foot disease) বলে। আর্সেনিকের বিষক্রিয়ায় ক্যানসার রোগ হতে পারে।
(III) আর্সেনিকের সঙ্গে ফসফরাসের রাসায়নিক ধর্মের মিল থাকায় শরীরে ATP তৈরি হতে বাধার সৃষ্টি করে।
0 Comments