Advertisements
জলের আর্সেনিক দূষণ কীভাবে নিয়ন্ত্রণ করবে ?
জলের আর্সেনিক দূষণ নিয়ন্ত্রণ:
1. আর্সেনিকমুক্ত কীটনাশক, আগাছানাশক বিষ ব্যবহার বন্ধ করতে হবে।
2 নলকূপগুলির গভীরতা নির্দিষ্ট করা দরকার এবং ওই জল ব্যবহার করার আগে জলে আর্সেনিকের পরিমাণ পরীক্ষা করে দেখা দরকার।
3. আর্সেনিক শোধন করার প্ল্যান্ট নলকূপের সঙ্গে লাগিয়ে আর্সেনিকমুক্ত জল সরবরাহ করতে হবে।
4. তামা গলানো কারখানায় আর্সেনিক দূষণ রোধের ব্যবস্থা অবলম্বন করতে হবে।
0 Comments