Advertisements
শান্ত প্রবাহ বা সুবিন্যস্ত প্রবাহ কাকে বলা হয় ?
Ans:
» কোনো নির্দিষ্ট উন্নতায় তরলের স্থির প্রবাহ যদি এরূপ হয় যে, তার মধ্যে যে কোনো বিন্দুতে তরল প্রবাহীর বেগের অভিমুখ ও মান সময়ের সঙ্গে পরিবর্তিত না হয়, তবে তরলের ওই প্রবাহকে নির্দিষ্ট উয়তায় শান্ত প্রবাহ বা সুবিন্যস্ত প্রবাহ বলা হয়।
0 Comments