Advertisements
হোর-লাভাল প্রস্তাব কী ছিল?
● উত্তরঃ ইতালি কর্তৃক আবিসিনিয়া আক্রান্ত হলে তা মীমাংসার উদ্দেশ্যে ব্রিটিশ পররাষ্ট্র সচিব স্যার স্যামুয়েল হোর ফরাসি পররাষ্ট্র সচিব লাভাল-এর সঙ্গে প্যারিসে এক বৈঠক করে একটি প্রস্তাব রচনা করে। একেই বলে 'হোব-লাভাল' প্রস্তাব। এই প্রস্তাবে ঠিক হয় ইতালি আবিসিনিয়ার দুই তৃতীয়াংশ ভূখণ্ড লাভ করবে। ব্রিটিশ সোমালিল্যান্ড-এর মাধ্যমে আবিসিনিয়া সমুদ্র নিষ্ক্রমণের পথ পাবে।
0 Comments