Advertisements
ব্যাক্টিরিয়াকে উদ্ভিদ বলার কারণ
(i) ব্যাক্টিরিয়ার কোষে উদ্ভিদের মতো সুগঠিত কোষপ্রাচীর থাকে।
(ii) কোন কোন ব্যাক্টিরিয়ার দেহে ক্লোরোফিল থাকায় তারা উদ্ভিদের মতো স্বভোজী।
(ii) উদ্ভিদের মতো এরা সঙ্গজ জননে সমর্থ।
(iv) উদ্ভিদের মতো এরা নিজেদের প্রয়োজনীয় ভিটামিন নিজেরাই সংশ্লেষ করে।
(v) এদের প্রকৃতি ও অন্তর্গঠনের সঙ্গে নীলাভ-সবুজ শৈবালের যথেষ্ট মিল খুঁজে পাওয়া যায়।
0 Comments