Advertisements
নববিধান সম্পর্কে যা জান লেখ।
উত্তর : কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ব্রাহ্মসমাজ আন্দোলনের সাংগঠনিক ও উপাসনা পদ্ধতিতে পরিবর্তন ঘটে। তাঁর উদ্যোগে অবতারবাদ ও ভক্তিবাদ প্রাধান্য পায়। এতে ব্রাহ্মসমাজের তরুণ গোষ্ঠীর মনে বিক্ষোভ দেখা দেয়। ১৮৭৮ খ্রীষ্টাব্দে কেশবচন্দ্র সমাজের বিধি লঙ্ঘন করে আপন চৌদ্দ বৎসরের কন্যার বিবাহ দিলে প্রগতিপন্থী তরুণ গোষ্ঠী কেশব সেনের নেতৃত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে ‘সাধারণ ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করে (১৮৭৮ খ্রীঃ)। এরপর কেশবচন্দ্রের পরিচালিত ব্রাহ্ম সমাজ নব বিধান নামে পরিচিতি লাভ করে। যীশু খ্রীষ্ট ও চৈতন্যদেবের ভক্তিবাদের আদর্শ অনুসরণ করে নব বিধান সমন্বয়পন্থী ধর্মের প্রতি আকৃষ্ট হয়।
0 Comments