খানুয়ার যুদ্ধের গুরুত্ব কি?
উত্তর : ভারতে মুঘল সাম্রাজ্য স্থাপনের তৃতীয় পর্যায়ে (১৫২৬-৩০ খ্রীঃ) বাবর খানুয়ার যুদ্ধে লিপ্ত হন। বাবর সবচেয়ে শক্তিশালী রাজপুত রাজ্য মেবারের বিরুদ্ধে অগ্রসর হয়ে ১৫২৭ খ্রীষ্টাব্দে মেবারের রাণা সংগ্রামসিংহকে (রাণা সঙ্গ) খানুয়ার যুদ্ধে পরাজিত করেন।
খানুয়ার যুদ্ধের গুরুত্ব পানিপথের প্রথম যুদ্ধের অপেক্ষা বেশী। কারণ পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভের ফলে বাবরের ভারতে মুঘল সাম্রাজ্য স্থাপনে প্রথম ধাপ সংগঠিত হলেও মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠা ঘটেনি। কিন্তু খানুয়ার যুদ্ধে জয়লাভের ফলে ভারতে মুঘল সাম্রাজ্যের সর্বাপেক্ষা শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর পরাজয় ঘটে। খানুয়ার যুদ্ধে জয়লাভ বাবরকে প্রয়োজনীয় নিরাপত্তা দিল ও তিনি আগ্রাকে তাঁর রাজধানীতে পরিণত করলেন এবং এই যুদ্ধে জয়লাভের ফলে ভারতে রাজপুত প্রাধান্য স্থাপনের আশা চিরতরে বিলুপ্ত হয়েছিল।
0 Comments