Ad Code

শিখ শক্তির উত্থান অথবা, খালসা কি?




Advertisements

 শিখ শক্তির উত্থান অথবা, খালসা কি?


• উত্তর : যদিও গুরুনানক শিখ ধর্মের প্রবর্তক ছিলেন, কিন্তু পরবর্তীকালে তাঁর অনুগামী শিখ সম্প্রদায় এক সুসংবদ্ধ সামরিক সংগঠন গড়ে তোলেন। পঞ্চম শিখগুরু অর্জুনকে জাহাঙ্গীর প্রাণদণ্ডে দণ্ডিত করেন। এরপর তাঁর পুত্র হরগোবিন্দ শিখদের সামরিক শক্তিতে পরিণত করার প্রয়োজন উপলব্ধি করেন। ঔরঙ্গজেবের সময় তার অনুদার ধর্মনীতি শিখ জাতির মনে গভীর উত্তেজনা সৃষ্টি করে। ঔরঙ্গজেবের নির্দেশে নবম শিখগুরু তেগবাহাদুরকে হত্যা করা হয়। এই পরিস্থিতিতে দশম গুরু গোবিন্দ সিংহ শিখদের ‘খালসা’ বা ভ্রাতৃসংঘে পরিণত করার উদ্যোগ নেন। শিখদের সামরিক শিক্ষায় শিক্ষিত করে তোলা হয় এবং তারা মুঘলদের বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত হয়। শিখ জাতির আচার-আচরণে নব বিন্যাস সাধিত হয়। কেশ, কচ্ছা, কংগা, কৃপাণ ও কড়া ধারণ অবশ্য পালনীয় কর্তব্য বলে নির্দেশিত হয়। গুরু গোবিন্দ সিংহ ব্যক্তিগত গুরুপদ বাতিল করে খালসা সংস্থাকে শিখদের গুরু বলে ঘোষণা করেন।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments