Advertisements
দ্বিতীয় পানিপথের যুদ্ধের (১৫৫৬) গুরুত্ব কি ছিল?
• উত্তর: ১৫৫৬ খ্রীষ্টাব্দে মুঘল সম্রাট আকবর পাঠান নৃপতি আদিল শাহ সূরের হিন্দুমন্ত্রী হিমুর বিরুদ্ধে পানিপথের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করেন। এই যুদ্ধের ত্রিশ বৎসর আগে পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করে আকবরের পিতামহ বাবর ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। দ্বিতীয় পানিপথের যুদ্ধে জয়লাভ করে আকবর ভারতে মুঘল শাসনের পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। ভারতে মুঘল সাম্রাজ্যের ইতিহাসে এই যুদ্ধের গুরুত্ব ছিল প্রধানত দুইটি। প্রথমত, এর ফলে ভারতে মুঘল-আফগান প্রতিদ্বন্দ্বিতার অবসান ঘটে এবং আফগান প্রভুত্বলাভের আকাঙ্ক্ষা চিরতরে নির্বাপিত হয়। দ্বিতীয়ত, পানিপথের যুদ্ধে জয়লাভের ফলেই ভারতে মুঘল সাম্রাজ্যের প্রকৃত ভিত্তি রচিত হয়। এরপর মুঘল সাম্রাজ্য ভারতের এক বিশাল অংশে প্রসারিত হয়।
0 Comments