Advertisements
চম্পারণ সত্যাগ্রহ কী?
উত্তরঃ বিহারের চম্পারণে নীলকর সাহেবদের অকথ্য অত্যাচারে নিঃসঙ্গল চাষিদের দুর্দশা চরমে ওঠে। তিন কাঠিয়া ব্যবস্থায় চাষিরা নিল চাষ করতে এবং নীলকরদের কাছে নির্দিষ্ট দামে বিক্রী করতে বাধা হত। গান্ধিজি ব্রজকিশোর প্রসাদ, রাজেন্দ্র প্রসাদ, আচার্য কৃপালনী-এর মতো কয়েকজন তরুণ জাতীয়তাবাদীকে নিয়ে চম্পারণে গিয়ে কৃষক আন্দোলনে লিপ্ত হন (১৯১৭ খ্রিঃ)। এই ঘটনা চম্পারন সত্যাগ্রহ নামে পরিচিত।
0 Comments