Advertisements
১৮৩৩ খ্রীষ্টাব্দের চার্টার আইন।
• উত্তর : উনিশ শতকের প্রথম দিকে ইংলন্ডে সংস্কার আন্দোলন শুরু হয়। ভারতেও ইস্ট ইন্ডিয়া কোম্পানীর শাসনের উপর চাপ সৃষ্টি হয়। একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের হাতে ভারতের মত বিশাল দেশের শাসনের দায়িত্ব বজায় রাখা যুক্তিযুক্ত মনে হল না।
প্রথমত ১৮৩৩ খ্রীঃ চার্টার আইন দ্বারা কোম্পানীকে আরও কুড়ি বছর ভারতবর্ষে শাসন পরিচালনা করবার অধিকার দেওয়া হয়েছিল। এই সনদ প্রদানের শর্ত অনুযায়ী কোম্পানীর ভারতীয় সাম্রাজ্যের অধিকার ইংলন্ডে রাজার হাতে ন্যস্ত। দ্বিতীয়ত কোম্পানীকে বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসাবে কাজ করবার অধিকার বিলুপ্ত করা হয়। স্বভাবতই কোম্পানীর ভারত ও চীনে বাণিজ্যের অধিকার লোপ পেল। বস্তুতপক্ষে এখন থেকেই কোম্পানী একটি পূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান হিসাবে ভারত শাসন করবে।
0 Comments