Advertisements
বখতিয়ার খলজি কে ছিলেন?
• উত্তর ভারতে মুসলিম বিজয়ের স্থপতি মহম্মদ ঘুরীর সৈনিক। তাঁর নাম ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজী। তার নেতৃত্বে তুর্কী সেনারা লক্ষ্মণসেনের রাজধানী নদীয়া জয় করেন। তিনি বাংলার রাঢ় ও বরেন্দ্র অঞ্চল জয় করেন। এইভাবে বাংলায় তুর্কী বিজয়ের রূপকার ছিলেন বতিয়ার খলজী।
0 Comments