Ad Code

পানিপথের প্রথম যুদ্ধের (১৫২৬) কি গুরুত্ব ছিল?




Advertisements

 পানিপথের প্রথম যুদ্ধের (১৫২৬) কি গুরুত্ব ছিল? 

• উত্তর : ১৫২৬ খ্রীষ্টাব্দের ২১শে এপ্রিল পানিপথের প্রান্তরে ফারগাণার শাসক ওমর শেষ মীর্জার পুত্র বাবর ও সুলতানী যুগের শেষ শাসক ইব্রাহিম লোদীর মধ্যে যে বুদ্ধ সংঘটিত হয়। তা পানিপথের প্রথম যুদ্ধ নামে পরিচিত। বাবরের হাতে আগ্নেয়াস্ত্র ও কামান থাকায় ইব্রাহিম লোদী বিশাল সৈন্য বাহিনী সত্ত্বেও পরাজিত ও নিহত হলেন। এই যুদ্ধে জয়লাভের ফলে ভারতে আফগান শাসনের অবসান ঘটে ও মুঘল শাসনের পত্তন হয় ও আফগান শক্তি ছত্রভঙ্গ হয়ে যায়। দিল্লী ও আগ্রা বাবরের দখলে আসে। মুঘল সাম্রাজ্য স্থাপনের প্রথম ধাপ স্থাপিত হয়। পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভের ফলে বাবর ভারতবর্ষে কেবল রাজনৈতিক অধিকারই লাভ করেননি, নিজেকে আর্থিক দিক থেকেও শক্তিশালী করে তোলেন। এইভাবে দিল্লীতে তুর্ক-আফগান সাম্রাজ্যের পতন হয় এবং ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments