Advertisements
থিওসফিক্যাল সোসাইটি
• উত্তর: উনিশ শতকের দ্বিতীয়ার্ধে ভারতের ধর্ম, সমাজ সংস্কার আন্দোলনে থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠা একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। মাদাম ব্লাভাটস্কি ও কর্ণেল অলকট মার্কিন দেশ থেকে ভারতে আসেন এবং ১৮৮৬ খ্রীষ্টাব্দে মাদ্রাজের কাছে অ্যাডিয়ার নামক স্থানে এই প্রতিষ্ঠান স্থাপন করেন। কালক্রমে এই সোসাইটির প্রাণ পুরুষ হলেন অ্যানি বেসান্ত। তার উদ্যোগে ভারতের বিভিন্ন স্থানে থিওসফিক্যাল সোসাইটির শাখা কেন্দ্র স্থাপিত হয়। বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। থিওসফিক্যাল সোসাইটির অভিমত ছিল প্রাচীন হিন্দু ধর্ম, সংস্কৃতির পুনঃ জাগরণের মাধ্যমে ভারতের সামাজিক সমস্যা ও রাজনৈতিক পরাধীনতার অবসান ঘটানো যাবে।
0 Comments