Advertisements
হান্টার কমিশন কেন বিখ্যাত?
• উত্তর : ভারতে শিক্ষা বিস্তারের অগ্রগতি, পরীক্ষা ব্যবস্থা ও প্রাথমিক শিক্ষার অবস্থা অগ্রগতি পর্যবেক্ষণের জন্য ১৮৮২ খ্রীষ্টাব্দে স্যার উইলিয়াম হান্টারের নেতৃত্বে ভারত সরকার একটি কমিশন নিয়োগ করেন। ১৮৮৪ খ্রীষ্টাব্দে সরকার কমিশনের অধিকাংশ সুপারিশ মেনে নেন। এই কমিশনের প্রধান প্রধান সুপারিশ ছিল– (১) স্কুল ও কলেজের উপর সরকারী কর্তৃত্বের অবসান; (২) বিদ্যালয় ও কলেজগুলিকে সরকারি অনুদান মঞ্জুর করা; (৩) প্রাথমিক শিক্ষার প্রসারের দায়িত্ব পৌর ও জেলাবোর্ডগুলির হাতে অর্পণ করা।
0 Comments