Ad Code




Advertisements

 মুঘল যুগে কোন্ কোন্ ইউরোপীয় পর্যটক ভারতে আসেন?

 • উত্তর : মুঘল আমলে বহু ইউরোপীয় পর্যটক ভারতে এসেছিলেন। পঞ্চদশ শতাব্দী থেকেই ইউরোপের দেশগুলি ভৌগোলিক আবিষ্কারের দিকে মনোনিবেশ করে, এই প্রচেষ্টার মাধ্যমে ভারত ও ইউরোপের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ স্থাপিত হয়। মুঘল আমলে ভারতে যে সব ইউরোপীয় পর্যটক এসেছিলেন তারা সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ ছিলেন। এদের মধ্যে অনেক দুঃসাহসী পর্যটক ছিলেন যেমন ব্র্য্যালফ্ ফিচ (Fitch), মানুচি (Manuchi) / কেউ ছিলেন বণিক যেমন— টেভার্নিয়ার (Tavernier), ফ্রান্সিসকো পেলসার্ট। কেউ ছিলেন চিকিৎসক যেমন—বার্নিয়ার (Bernier)। আবার কেউ ছিলেন ধর্মপ্রচারক যেমন—মনসেরেট (Monserrate)। আবার কেউ কেউ ছিলেন রাষ্ট্রদূত যেমন ইংলন্ড থেকে আগত উইলিয়াম হকিন্স (Hawkins) ও স্যার টমাস রো (Thomas Roe)। এছাড়াও এসেছিলেন ইটালীয় পর্যটক ডেলা-ভেলা ও ইংরেজ বণিক ব্রুটন। এদের লিখিত বিবরণী থেকে মুঘল যুগের ভারতের সামাজিক ও অর্থনৈতিক জীবনের বহু মূল্যবান তথ্য সংগ্রহ করা যায়।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments