Advertisements
রাসায়নিক সার দ্বারা কীভাবে জলদূষণ ঘটায় ?
Ans:
কৃষিকার্যে উৎপাদন বৃদ্ধির জন্য প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহৃত হয়। জৈব সার হিসেবে প্রধানত ইউরিয়া এবং অজৈব সার হিসেবে অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট এবং মনোক্যালশিয়াম ফসফেট ইত্যাদি ব্যবহার করা হয়। এইসব সারের অব্যবহৃত অংশ বৃষ্টির জল দ্বারা বাহিত হয়ে কাছের নদী বা জলাশয়ে মিশে জলদূষণ ঘটায়।
0 Comments