Advertisements
গৌতমীপুত্র সাতকর্ণী কেন বিখ্যাত?
• উত্তর : মৌর্য-পরবর্তী যুগে দাক্ষিণাত্যে সাতবাহন বংশ শক্তি ও প্রতিপত্তির পরিচয় দেয়। সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। তিনি খ্রীষ্টীয় দ্বিতীয় শতাব্দীর প্রথম ভাগ (সম্ভবত ১০৬ থেকে ১৩০ খ্রীঃ) পর্যন্ত রাজত্ব করেন। এক বিস্তীর্ণ অঞ্চলে তার রাজ্য প্রসারিত হয়েছিল। উত্তরে বিন্ধ্যপর্বত থেকে দক্ষিণে ত্রিবাঙ্কুর এবং পশ্চিমে পশ্চিমঘাট থেকে পূর্বে পূর্বঘাট পর্যন্ত অঞ্চল তাঁর সাম্রাজ্যভুক্ত ছিল। তাঁর রাজত্বকালের প্রধানতম কীর্তি হল শক ক্ষত্রপ বংশের নৃপতি নহপান-এর পরাজয়। গৌতমীপুত্র সাতকর্ণী সমাজে ও প্রশাসনে ব্রাহ্মণদের প্রাধান্য বজায় রাখতে সচেষ্ট ছিলেন। নাসিক প্রশস্তি’ থেকে জানা যায় যে তিনি ক্ষত্রিয়দের ক্ষমতা হ্রাস করেছিলেন।
0 Comments