Advertisements
প্রান্তসন্নিকর্ষ বা সাইন্যাপস
Ans:
যে বিশেষ সংযোজক অঞ্চলে একটি নিউরোনের অ্যাক্সন এবং অন্য নিউরোনের ডেনড্রন মিলিত হয়, তাকে প্রান্তসন্নিকর্ষ বলে। এর মাধ্যমে একটি নিউরোন থেকে অন্য নিউরোনে স্নায়ু স্পন্দন প্রেরিত হয়। সাইন্যাপসে নিউরোন দুটি পরস্পর সংযুক্ত থাকে না, তাদের মধ্যে আণুবীক্ষণিক ফাঁক থাকে। সাইন্যাপসে অবস্থিত তরলকে বলে নিউরোহিউমর।
0 Comments