Ad Code

নিউরোন ও স্নায়ুর সম্পর্ক লিখ




Advertisements

 নিউরোন ও স্নায়ুর সম্পর্ক

Ans: 

(i) স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক হল নিউরোন। একটি আদর্শ নিউরোন অ্যাক্সন, ডেনড্রন ও সেলবডি দ্বারা গঠিত। ডেনড্রনের সাহায্যে নিউরোন উদ্দীপনা গ্রহণ করে এবং অ্যাক্সনের সাহায্যে তাকে দূরে প্রেরণ করে।

পক্ষান্তরে, আবরণীযুক্ত অ্যাক্সনকে স্নায়ুতন্তু বলে। যে তন্তুময় পর্দা দ্বারা অ্যাক্সন আবৃত থাকে, তাকে এন্ডোনিউরিয়াম বলে। কিছুসংখ্যক স্নায়ুতন্ত্র একত্রিত হয়ে বান্ডিল গঠন করে। এই বান্ডিলগুলি যে পর্দা দ্বারা আবৃত থাকে, তাকে পেরিনিউরিয়াম বলে। এই জাতীয় ছোট ছোট কতকগুলি বান্ডিল আবার এপিনিউরিয়াম দ্বারা আবৃত হয়ে স্নায়ু গঠন করে। (ii) অন্তর্বাহী স্নায়ু গ্রাহক থেকে উদ্দীপনা বহন করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যায় এবং বহির্বাহী স্নায়ু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে ইফেক্টরে উদ্দীপনা বহন করে আনে। এরা যথাক্রমে সেনসরি নিউরোন ও মোটর নিউরোনের সমন্বয়ে গঠিত।

(iii) নিউরোন ও স্নায়ু উভয়ই স্নায়ু-স্পন্দন পরিবহন করে। সুতরাং বলা যায়, নিউরোন ও স্নায়ু পরস্পর ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments