প্রান্তসন্নিকর্ষ কত প্রকার ও কী কী?
Ans:
প্রান্তসন্নিকর্ষের প্রকারভেদ
গঠন অনুসারে প্রান্তসন্নিকর্ষ প্রধানত তিন প্রকারের হয়, যথা—
(i) অ্যাক্সো-ডেনড্রাইটিক প্রান্তসন্নিকর্ষ (axo-dendritic) : একটি স্নায়ুকোষের অ্যাক্সনের শেষ প্রান্ত অপর একটি স্নায়ুকোষের ডেনড্রনের শেষ প্রান্তের সঙ্গে মিলিত হলে যে প্রান্তসন্নিকর্ষ গঠিত হয় তাকে অ্যাক্সো-ডেনড্রাইটিক প্রান্তসন্নিকর্ষ বলে।
(ii) অ্যাক্সো-সোমাটিক প্রান্তসন্নিকর্ষ (axo somatic)ঃ একটি স্নায়ুকোষের অ্যাক্সনের শেষ প্রান্ত অপর স্নায়ুকোষের কোষদেহের সঙ্গে মিলিত হলে যে প্রান্তসন্নিকর্ষ গঠিত হয় তাকে অ্যাক্সো সোমাটিক প্রান্তসন্নিকর্ষ বলে।
(iii) অ্যাক্সো-অ্যাক্সোনিক প্রান্তসন্নিকর্ষ (axo-axonic) ঃ একটি স্নায়ুকোষের অ্যাক্সনের শেষ প্রান্ত অপর একটি স্নায়ুকোষের অ্যাক্সনের শেষ প্রান্তের সঙ্গে মিলিত হলে যে প্রান্তসন্নিকর্ষ গঠিত হয় তাকে অ্যাক্সো-অ্যাক্সোনিক প্রান্ত সন্নিকর্ষ বলে।
0 Comments