Advertisements
ব্যাপন ও সহায়ক ব্যাপনের মধ্যে পার্থক্য কি?
Ans:
দ্রবণে কোন পদার্থের অণুগুলি তাদের সহজাত গতিশীলতার জন্য যে প্রক্রিয়ায় ছড়িয়ে পড়ে তাকে ব্যাপন বলে। ব্যাপনের প্রবণতা সব সময় পদার্থের গাঢ়তর অঞ্চল থেকে লঘুতর অঞ্চলের দিকে লক্ষ্য করা যায়। যে সব আয়ন যা বৃহদাকার অণু ব্যাপনের সাহায্যে কোষঝিল্লির মধ্য দিয়ে প্রবেশ করতে পারে না, তাহা বাহক অণুর দ্বারা পরিবাহিত হয়। এই প্রকার বাহক-মধ্যস্থ পরিবহন যখন পদার্থের গাঢ়তর অঞ্চল থেকে লঘুতর অঞ্চলের দিকে হয় এবং শক্তিব্যয়ের প্রয়োজন হয় না, তখন উক্ত প্রক্রিয়াকে সহায়ক ব্যাপন বলে।

0 Comments