Advertisements
ব্যাপন ও অভিস্রবণের মধ্যে প্রভেদ কি?
Ans:
দু'টি মিশ্রণযোগ্য পদার্থ পরস্পরের সংস্পর্শে এলে একে অপরের মধ্যে প্রবেশ করে কিছুক্ষণের মধ্যেই একটি সংমিশ্রণ সৃষ্টি করে। পরস্পরের সংস্পর্শে আসা পদার্থের অন্তরমিশ্রণকে ব্যাপন বলে। অপরপক্ষে, অর্ধভেদ্য পর্দার মধ্য দিয়ে লঘুতর দ্রবণের দ্রাবকের স্বতঃস্ফূর্তভাবে গাঢ়তর দ্রবণে প্রবেশকে অভিস্রবণ বলে।

0 Comments