Advertisements
দেহে জলের অভাব হলে বয়স্কদের ও শিশুদের কি ধরনের পরিবর্তন দেখা দিতে পারে?
বয়স্ক লোকের দেহে জলের অভাব হলে মূত্র উৎপাদন হ্রাস পেয়ে মুত্রে ইউরিয়া, ক্রিয়েটিনিন, সালফেট প্রভৃতির গাঢ়ত্ব বৃদ্ধি পায়। শিশুদের ক্ষেত্রে মূত্র উৎপাদন হ্রাস পায়, কিন্তু মুত্রের গাঢ়ত্ব বৃদ্ধি পায় না, কারণ শিশুদের বৃক্কের অসম্পূর্ণ বিকাশের ফলে উক্ত পদার্থগুলি বৃক্কের মাধ্যমে নির্গত হতে না পেরে রক্তের ইউরিয়া অন্যান্য পদার্থগুলির
পরিমাণ বৃদ্ধি পেয়ে ইউরিমিয়া রোগ হয়।

0 Comments