বৃক্কের মোমেরিউলাসের পরিশ্রুত রসে গ্লুকোজ থাকে কিন্তু স্বাভাবিক মূত্রে থাকে না কেন?
Advertisements
বৃক্কের মোমেরিউলাসের পরিশ্রুত রসে গ্লুকোজ থাকে কিন্তু স্বাভাবিক মূত্রে থাকে না কেন?
Ans: গ্লুকোজ গ্লোমেরিউলাসে প্রতি মিনিটে প্রায় 100 mg হিসাবে পরিজুত হয়, কিন্তু তার সবটুকুই পরাসংবর্ত নালিকার দ্বারা পুনর্বিশোষিত হয়ে রক্তে ফিরে আসে। তাই স্বাভাবিক মুত্রে গ্লুকোজ থাকে না।
0 Comments