উদাহরণসহ প্রতিবর্ত ক্রিয়া বুঝিয়ে দাও।
Ans: → প্রতিবর্ত ক্রিয়া
প্রাণিদেহে নির্দিষ্ট উত্তেজনার প্রভাবে সুষুম্নাকাণ্ড থেকে যে তাৎক্ষণিক ও স্বয়ংক্রিয় প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, তাকে প্রতিবর্ত ক্রিয়া বলা হয়।
উদাহরণ : (i) চোখে তীব্র আলোর প্রভাবে চোখের পাতা মুদে যায়। (ii) গরম বা খুব ঠাণ্ডা দ্রব্যে হাত পড়লে হাতটি তৎক্ষণাৎ সেখান থেকে সরে যায়।
(iii) সুস্বাদু খাদ্যদ্রব্যের ঘ্রাণে লালাক্ষরণ হয়।
(iv) পায়ে খোঁচা লাগলে পা সঙ্গে সঙ্গে সরে যায়।
বিশ্লেষণ: হঠাৎ কোন গরম পাত্রে হাত লাগলে হাতটি তৎক্ষণাৎ সেখান থেকে সরে যায়। এক্ষেত্রে হাতের ত্বকে অবস্থিত রিসেপ্টর বা গ্রাহকগুলি উদ্দীপিত হয়ে প্রথমে সেনসরি স্নায়ুর মাধ্যমে সুষুম্নাকাণ্ডে উদ্দীপনা প্রেরণ করে। এরপর সুষুম্নাকাণ্ড থেকে মোটর স্নায়ুর মাধ্যমে হাতের ফ্লেক্সর পেশীতে নির্দেশ পৌঁছয়। ফলে, ফ্লেক্সর পেশী উদ্দীপিত ও সংকুচিত হয় এবং হাতটি গরম পাত্র থেকে সরে আসে। প্রসঙ্গত উল্লেখ্য, এই সমগ্র প্রক্রিয়াটি মুহূর্তের মধ্যেই সম্পন্ন হয়ে থাকে।
0 Comments