Ad Code

প্রতিবর্ত চাপ কয়টি অংশ নিয়ে গঠিত




Advertisements

 প্রতিবর্ত চাপ যে যে অংশ নিয়ে গঠিত:

প্রতিবর্ত চাপের অংশগুলি নিম্নরূপ :

(i) গ্রাহক (Receptor) : এর মাধ্যমে পরিবেশ থেকে আগত উদ্দীপনা গৃহীত হয়। (ii) অন্তর্বাহী স্নায়ু (Afferent neurone) এর মাধ্যমে উদ্দীপনা গ্রাহক থেকে স্নায়ুকেন্দ্রে পৌঁছায়।

(iii) স্নায়ুকেন্দ্র (Centre) : এটি সুষুম্নাকাণ্ডের ধূসর বস্তুতে অবস্থিত। এখানে সংজ্ঞাবহ উদ্দীপনা চেষ্টীয় উদ্দীপনায় পরিণত হয়।

(iv) বহির্বাহী স্নায়ু (Efferent neurone) : এটি মোটর নিউরোন দিয়ে গঠিত। এর মাধ্যমে চেষ্টীয় উদ্দীপনা কারকে (effector) বাহিত হয়। 

(v) কারক (Effector) : পেশী, গ্রন্থি ইত্যাদি হল কারক। এরা উদ্দীপনার প্রভাবে উদ্দীপিত হলে সাড়া দেয়।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments