Ad Code

নাসিকার কাজ আলোচনা কর




Advertisements

 নাসিকার কাজ :

প্রধান কাজ

(i) ঘ্রাণ গ্রহণ করা এবং অনুভবে সাহায্য করা বাইরের কোন গন্ধ নাসাপথে প্রবেশ করলে নাসিকার অলফ্যাকটরি অংশ থেকে নিঃসৃত রসে তা দ্রবীভূত হয়ে যায় এবং সেখানকার স্নায়ু-কোষগুলিকে উত্তেজিত করে। এই উদ্দীপনা অলফ্যাকটরি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের প্রাণকেন্দ্রে সঞ্চারিত হলে গন্ধ অনুভূত হয়।

 2. অন্যান্য কাজ

(i) নিঃশ্বাস-প্রশ্বাসে সহায়তা করা নাসাপথটি সবসময় ভিজে ও চটচটে থাকে। কারণ এই অংশটি শ্লেষ্মা ঝিল্লি দ্বারা আবৃত থাকে। এছাড়া, বহিঃনাসারন্ধ্রে ছোট ছোট রোম থাকায় কোনরকম ধুলাবালি প্রবেশ করতে পারে না। রোম ও শ্লেষ্মা ঝিল্লি অতিক্রম করার পর বাতাস পরিশ্রুত হয়ে ট্র্যাকিয়া পথে ফুসফুসে আসে। একইভাবে বিপরীত দিকে ট্র্যাকিয়া ও নাসাপথ হয়ে CO2-যুক্ত বাতাস বাইরে নির্গত হয়। এইভাবে নাসিকা নিঃশ্বাস-প্রশ্বাসে সহায়তা করে।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments