Advertisements
লার্ভা কাকে বলে?
Ans:
প্রাণীর জীবনচত্রের যে প্রাক্-প্রাপ্তবয়স্ক দশা বা অপরিণত জীবন্ত দশায় প্রাণীটি পূর্ণাঙ্গ প্রাণীর ন্যায় স্বাধীনভাবে বিচরণ করে, কিন্তু আকৃতি, গঠন, স্বভাব, বসতি, খাদ্যগ্রহণ, শ্বসন, গমন 'ইত্যাদি বিষয়ে পূর্ণাঙ্গ জনিতৃ প্রাণীর সঙ্গে সামঞ্জস্যবিহীন এবং রূপান্তরের মাধ্যমে পূর্ণাঙ্গ প্রাণীতে রূপান্তরিত হয়, তাকে লার্ভা বলে। যেমন—ব্যাঙের ট্যাডপোল লার্ভা, পতঙ্গদের শূককীট ইত্যাদি।

0 Comments