Advertisements
বৃদ্ধির বিলম্বকাল, মুখ্যবৃদ্ধি কাল ও হ্রাসকাল কাকে বলে?
Ans:
বৃদ্ধির প্রারম্ভিক অবস্থায় বৃদ্ধি অত্যন্ত কম হয়, একে বৃদ্ধির বিলম্বকাল বলে। বৃদ্ধি শুরু হওয়ার পর বৃদ্ধির হার দ্রুত ঘটতে থাকে এবং বৃদ্ধি হ্রাস হওয়ার পূর্ব পর্যন্ত চলতে থাকে। যে পর্যায়ে বৃদ্ধির হার দ্রুতলয়ে চলতে থাকে তাকে মুখ্যবৃদ্ধি কাল বলে। মুখ্যবৃদ্ধিকাল শেষ হলে বৃদ্ধির হার পুনরায় মন্থর হয়ে বৃদ্ধি একেবারে বন্ধ হয়ে যায়। এই সময়কালকে বৃদ্ধির হ্রাসকাল বলে।

0 Comments