Advertisements
তাড়িত-বিশ্লেষ্য ও তাড়িত-অবিশ্লেষ্যের মধ্যে পার্থক্য কি?
Ans:
যে সব যৌগ জলীয় দ্রবণে ধনাত্মক ও ঋণাত্মক আয়নে বিভক্ত হয় এবং তড়িৎ প্রবাহ পরিবহনে সক্ষম তাদের তাড়িত-বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইটস বলে। যেমন- অম্ল, ক্ষার NaCl, KCI প্রভৃতি, অপরপক্ষে, যে সব পদার্থ জলীয় দ্রবণে আধানযুক্ত কণায় বিভক্ত হয় না এবং তড়িৎপ্রবাহ পরিবহন করে না তাদের তাড়িত-অবিশ্লেষ্য বলে। যেমন গ্লুকোজ, ইউরিয়া।

0 Comments