Advertisements
অম্ল, ক্ষারক ও ক্ষারের মধ্যে পার্থক্য কি?
Ans:
জলীয় দ্রবণে যে পদার্থ H+ আয়ন বা প্রোটনের যোগান দেয় তাদের অম্ল বা অ্যাসিড বলে। যেমন—HCI; যেসব পদার্থ প্রোটনের সঙ্গে সংযুক্ত হতে পারে তাদের ক্ষারক বা বেস বলে, যেমন— CI- আয়ন; অপরপক্ষে যারা সরাসরি প্রোটনের সঙ্গে সংযুক্ত হ’তে পারে না, তবে জলীয় দ্রবণে OH- উৎপন্ন করে, যা ক্ষারক হিসাবে কাজ করে,
তাদের ক্ষার বা অ্যালকালি বলে। যেমন- NaOH।

0 Comments