Advertisements
'চতুরাশ্রম' বলতে কি বোঝায়?
• উত্তর : ভারতের বৈদিক সমাজের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল ‘চতুরাশ্রম'। ঐ সমাজের উচ্চ তিন বর্ণের ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য জীবনযাত্রা চারটি সুস্পষ্ট পর্যায়ে বিভক্ত ছিল। এই বিন্যাস চতুরাশ্রম নামে পরিচিত, এই চারটি পর্যায় যথাক্রমে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস। ব্রহ্মচারী বা ছাত্র অবস্থায় গুরুগৃহে থাকতে হত—এখানে তাদের বিদ্যাশিক্ষা করতে হত। এরপর গার্হস্থ্য বা সংসার জীবন শুরু হত। তৃতীয় পর্ব বানপ্রস্থে সংসার জীবন থেকে অবসর নিয়ে বনে বসবাস করতে হত। অবশেষে সব কিছু ত্যাগ করে ঈশ্বরমুখী হয়ে সন্ন্যাস জীবন অতিবাহিত করতে হত।

0 Comments