Ad Code

পরিবেশে কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেনের ভারসাম্য রক্ষায় সালোকসংশ্লেষ প্রক্রিয়ার গুরুত্ব




Advertisements

 পরিবেশে CO2 ও O2-র ভারসাম্য রক্ষায় সালোকসংশ্লেষের গুরুত্ব


বায়ুমণ্ডলে O2 এর পরিমাণ 20. 60% এবং কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ 0°03%। এই শতকরা পরিমাণ মোটামুটিভাবে সমান থাকে এবং তার জন্য সালোকসংশ্লেষের ভূমিকা অপরিসীম। সমস্ত জীবগোষ্ঠী শ্বসনকাজ চালাবার জন্য বাতাসের অক্সিজেন ব্যবহার করে এবং তার পরিবর্তে কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করে। কেবল এই ঘটনা যদি ক্রমাগত চলতে থাকত তবে বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যেত এবং কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে গিয়ে পরিবেশ দূষিত হত। প্রকৃতপক্ষে তা ঘটে না। উদ্ভিদ সালোকসংশ্লেষ চালাবার জন্য বাতাসের কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে এবং পরিবর্তে বাতাসে অক্সিজেন ত্যাগ করে। ফলে বায়ুতে অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইডের সমতা বজায় থাকে।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments