Advertisements
1) পাতার আকৃতি চ্যাপ্টা ও প্রসারিত হওয়ায় সহজেই বেশি পরিমাণ সূর্যালোক শোষণ করতে সক্ষম হয়।
(ii) পাতার ত্বকে বেশি সংখ্যক পত্ররন্ধ্র থাকায় পরিবেশের সাথে গ্যাসীয় আদান-প্রদান সহজতর হয়।
(iii) পাতার ভেতরে কোষান্তর রন্ধ্র থাকায় কার্বন ডাই-অক্সাইড চলাচল ও ব্যাপন সহজ হয়।
(iv) পাতার মধ্যে প্যালিসেড কোষের ঘনবিন্যাস এবং পাতার উপরের তলের সাথে এই কোষের সমকোণে অবস্থান আলোকরশ্মি শোষণের পক্ষে উপযুক্ত।
(v) পাতার শিরাগুলি মেসোফিল কলায় জল সরবরাহ করে এবং দ্রুত শর্করা জাতীয় খাদ্যবস্তুকে বিভিন্ন কোষে পৌঁছতে সাহায্য করে।

0 Comments