Advertisements
হাইড্রোট্রপিক চলন
উদ্ভিদঅঙ্গের চলন যখন জলের গতিপথ অনুসারে হয়, তখন তাকে হাইড্রোট্রপিক চলন বা হাইড্রোট্রপিজম বলে। উদ্ভিদের মূলের চলন জলের উৎসের দিকে হয়, তাই মূলকে জল অনুকূলবর্তী এবং বিটপ জলের উৎসের বিপরীত দিকে অগ্রসর হয়, তাই বিটপকে জল প্রতিকূলবর্তী বলে।
পরীক্ষা ও একটি চালুনিতে কাঠের ভিজে গুঁড়োর ওপর কতকগুলি ছোলার বীজ রেখে ঝুলিয়ে দিলে, কয়েকদিন পর বীজগুলি অঙ্কুরিত হয়ে ভ্রূণমূলগুলিকে চালুনির বাইরে বেরিয়ে আসতে দেখা যায়। এভাবে আরো কয়েকদিন রেখে দিলে দেখা যাবে, ভ্রূণমূলগুলি আবার চালুনির ভেতর ঢুকে যায়। এর থেকে প্রমাণিত হয়, ভ্রূণমূলগুলি প্রথমে চালুনির বাইরে অভিকর্ষের টানে নীচের দিকে ঝুলতে থাকে এবং পরে সেগুলি জলের উৎসের দিকে বেঁকে আবার চালুনির ভেতর প্রবেশ করে।

0 Comments