Advertisements
বিশ্রামাবস্থায় কোন প্রাণীর বিপাক ক্রিয়া চলতে থাকে তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
বিশ্রামাবস্থায় প্রাণীর বিপাক ক্রিয়া:
হ্যা, বিশ্রামাবস্থায় সকল প্রাণীর বিপাক ক্রিয়া চলতে থাকে।
বিশ্রামাবস্থায় প্রাণীর বিপাক ক্রিয়ার পক্ষে যুক্তি যেকোন প্রাণী বিশ্রামাবস্থায় বা ঘুমন্ত অবস্থায় থাকলেও তার শ্বসন, রেচন পুষ্টি ইত্যাদি চলতে থাকে। শ্বসন, রেচন ইত্যাদির জন্য প্রাণীর অপচিতিমূলক বিপাক ক্রিয়া সংঘটিত হয়। অপরদিকে, পুষ্টির জন্য যে বিপাক ক্রিয়া চলে, তাকে উপচিতিমূলক বিপাক বলে।
এই বিপাকগুলি বন্ধ হয়ে যাওয়ার অর্থ প্রাণীর মৃত্যু। সুতরাং প্রাণী ও অন্যান্য জীবের বিপাক ক্রিয়া অনবরত চলতে থাকে।
0 Comments